oplus_0
সৌরভ লোধ ||
কুমিল্লার লালমাই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এক উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত হয় শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকেই কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী—এই ছয় জেলার কাব ও স্কাউট সদস্যদের পদচারণায় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণচঞ্চল।
দিনব্যাপী আয়োজনে কাব শাখার সর্বোচ্চ অর্জন শাপলা কাব অ্যাওয়ার্ড গ্রহণ করেন ১,৮১৫ জন কাব সদস্য, আর স্কাউট শাখার সর্বোচ্চ স্বীকৃতি প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন ৩৫৯ জন সদস্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত সনদ হাতে পেয়ে শিশু-কিশোরদের মুখে ফুটে ওঠে গর্ব আর উচ্ছ্বাস।
সকাল ৯টা ৩০ মিনিটে দেশের ১২টি অঞ্চলে একযোগে অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলের সভাপতি প্রফেসর মো. শামছুল ইসলাম।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান,কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) সুলতানা রাজিয়া,চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন,নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক শান্তনু কুমার পাল,ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিনা,এছাড়া কুমিল্লা অঞ্চলের কমিশনার মো. সাহিদুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার মো. ছফিউল্লাহ, এলটি মো. শামীমুল ইসলামসহ স্কাউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
স্বাগত বক্তব্যে অঞ্চল সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক কাব ও স্কাউট সদস্যদের উদ্দীপনাময় অংশগ্রহণের প্রশংসা করেন।সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার, ফেনী জেলা সম্পাদক বেলাল হোসেন ও কুমিল্লার ডি.আর.সি. ইসমত আরা।
বাংলাদেশ স্কাউটসের জাতীয় মুখপত্র অগ্রদূত-এর কুমিল্লা জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক স্বদেশ জার্নালের সম্পাদক আরএসএল নয়ন দেওয়ানজী বলেন, আজ লালমাই প্রশিক্ষণ কেন্দ্র এক অনন্য গৌরবে উদ্ভাসিত। এই অর্জন শিশু-কিশোরদের নতুন পথচলার প্রেরণা হয়ে থাকবে।
শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড পাওয়া সাত শিক্ষার্থীর সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রতিষ্ঠানটির সভাপতি আমীন নার্গিস। তিনি বলেন, এত বড় সম্মান আমাদের জন্য গর্বের। শিক্ষকদের নিবেদিত পরিশ্রমেই এই সাফল্য।
বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক পুরবী সরকার বলেন, গত পাঁচ বছরের শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড আজ আনুষ্ঠানিকভাবে প্রদান করা হলো। কাব বা স্কাউট সদস্যের জীবনে এ দিনটি স্মরণীয় হয়ে থাকবে।
এইদিন লালমাই প্রশিক্ষণ কেন্দ্রজুড়ে ছিল উৎসবের আমেজ। ইউনিট লিডার, কর্মকর্তা, অভিভাবক ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান নির্বিঘ্নে পরিচালনায় দায়িত্ব পালন করেন প্রায় ৫০ জন রোভার ও গার্ল-ইন-রোভার সদস্য। মধ্যাহ্নভোজ শেষে পুরস্কারপ্রাপ্ত কাব ও স্কাউট সদস্যরা সনদ হাতে ফিরে যান স্বপ্ন ও প্রেরণায় ভরা নতুন পথে। তাদের চোখে ছিল ভবিষ্যৎ গড়ার প্রত্যয় আর হৃদয়ে দায়িত্ববোধের অঙ্গীকার।
