বিবর্তন রিপোর্ট :
কুমিল্লার চার উপজেলায় বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) বিকাল ও সন্ধ্যায় পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে।
জেলার চান্দিনা, সদর দক্ষিণ, বুড়িচং ও দেবিদ্বারে উপজেলায় এ চার জনের মৃত্যু হয়।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার, চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন– চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত-শ্রীমন্তপুর গ্রামের সুন্দর আলীর ছেলে দৌলতুর রহমান (৪৭), সদর দক্ষিণ উপজেলার গলিয়ার ইউনিয়নের উত্তর সূর্যনগর গ্রামের আতিকুল ইসলাম (৫০), দেবিদ্বার উপজেলার ধামতী গ্রামের মোখলেছুর রহমান (৫৮) এবং বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাচোরা গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আলম হোসেন।