বিবর্তন রিপোর্ট:
বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা মহানগর শাখার সম্মেলন আজ শনিবার (১১ মে) বিকেলে ঐতিহাসিক কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
২০১৫ সালের ২৩ জুলাই ৭ সদস্যের ৩ মাস মেয়াদী এই কমিটি ৯ বছর অতিক্রম করলেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।
কুমিল্লা মহানগর ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। নগরের বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন ও তোরণ নির্মাণ করা হয়েছে।
সম্মেলন ঘিরে প্রস্তুতি নিয়েছে মহানগর ছাত্রলীগ। কুমিল্লা টাউন হল মাঠে নগরীর ২৭টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা এ দিন একত্রিত হবেন। বর্ণিল সাজে সাজানো হচ্ছে কুমিল্লা টাউন হল মাঠ। সম্মেলনে প্রায় ৫ হাজার নেতাকর্মী অতিথি হিসেবে উপস্থিত আছেন।
এ প্রসঙ্গে কুমিল্লা মহানগর ছাত্রলীগের বর্তমান আহ্বায়ক আব্দুল আজিজ সিহানুক বলেন, কুমিল্লা মহানগর ছাত্রলীগ আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির দিকনির্দেশনায় সবসময় ঐক্যবদ্ধ ছিল, থাকবে। তবে কমিটিতে কে স্থান পাবে এখনও বলা যাচ্ছে না।
মহানগর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সম্মেলনে আরও রয়েছেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আতিক উল্লাহ খোকন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।
অনুষ্ঠান উদ্বোধন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজাহারুল কবির শয়ন।