ছবি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বেলতলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র।
বিবর্তন রিপোর্ট।।
এজেন্ট এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন হেভিওয়েট দুই প্রার্থী।
দ্বিতীয় ধাপে কুমিল্লার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কোথাও কোনো আপত্তিকর ঘটনার খবর পাওয়া না গেলেও সদর দক্ষিণ উপজেলায় এজেন্ট এবং ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেওয়ার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন হেভিওয়েট দুই প্রার্থী।
লালমাই উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হেলিকপ্টার প্রতীকের এজেন্টদেরকে আসতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু।
এ বিষয়ে হেলিকপ্টারের প্রার্থী আব্দুল হাই বাবলু আরো বলেন, আমার এলাকা সদর দক্ষিণ উপজেলার বড় আলমপুর, লালমাই, সানন্দা, বেলতলী সহ অধিকাংশ কেন্দ্রে ভোটার আসতে বাঁধা দেয়া হয়েছে। এর এরমধ্যে আমার ভোট কেন্দ্র লালমাই উচ্চ বিদ্যালয়ে আমার প্রতীকের কোন এজেন্ট দিতে পারি নাই।লালমাই এ কেন্দ্রটি স্থানীয় এমপির প্রভাবে আমার চিহ্নিত ভোটাররা কেন্দ্রে আসতে পারে নি।
তবুও বলবো আমার জয় সুনিশ্চিত।
এদিকে বানিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের আসতে বাধা দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছেন প্রার্থী গোলাম সারোয়ার। গোলাম সারোয়ার বলেন, ‘কেন্দ্রের বাইরের রাস্তাগুলোতে ভোটারদেরকে আসতে বাধা দিচ্ছে হেলিকপ্টার প্রতীকের সমর্থকেরা।’
এদিকে কাপপিরিজ প্রতিকের প্রার্থী সদর দক্ষিণ এর চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন,’আমি বলবো আমার উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে ভোটারদেরকে আসতে এবং ভোট প্রদানে বাঁধা সৃষ্টি করা হয়েছে , ভোটারদের সংখ্যা অনেক বেশি হতে পারতো এ ধরনের বাঁধাগ্রস্ততার ফলে ভোটারের সংখ্যা তুলনামূলক ভাবে কমেছে। এ ছাড়া তিনি নির্বাচনে ভোট গ্রহণ শুরুথেকে লক্ষনীয়ভাবে বহিরাগতগোষ্ঠী কুমিল্লা মহানগর সহ বিভিন্ন উপজেলা থেকে এসে ভোটকেন্দ্রের অচলাবস্থা তৈরী করেছেন বলে জানান।
এ পাল্টাপাল্টি অভিযোগ এ প্রার্থীরা কেহই নির্বাচন কমিশন সহ কোন দপ্তরে লিখিত অভিযোগ করেন নি বলে জানান।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলার উপজেলা পরিষদ নির্বাচনে মোট ১৯১টি ভোট কেন্দ্রের ১ হাজার ৩০৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ চলছে। কুমিল্লা জেলার সদর দক্ষিণ এবং বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬ জন প্রার্থী।
সদর দক্ষিণ উপজেলায় ভোট কেন্দ্র ৫৫টি, ভোট কক্ষ ৩৬০টি এবং মহিলা ভোটার ৬৪ হাজার ১৬০ জনসহ মোট ভোটার ১ লাখ ৩৩ হাজার ৮৬৮ জন। বরুড়া উপজেলায় ১৩৬টি কেন্দ্র এবং ৯৪৪টি ভোট কক্ষ। এবারের নির্বাচনে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে লড়বে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে লড়বে মোট ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বে মোট ৩ জন।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ৪ জন হলেও লড়াই হবে ত্রিমুখী। যে ৪ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলেন– তিনবারের উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম সারওয়ার, তিনবারের ভাইস চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই বাবলু, এনট্রাস্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন ও মোহাম্মদ কাউসারুল ইসলাম সুমন।
অন্যদিকে এবারের নির্বাচনে বরুড়া উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান পদে লড়বে মোট ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে লড়বে মোট ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বে মোট ৩ জন। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা চেয়ারম্যান পদে মূল লড়াই চলছে ২ জনের মধ্যে, তারা হলেন– বর্তমান চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রীর শ্যালক হামিদ লতিফ ভূইয়া কামাল।
বিকেল৷ সাড়ে ৩ টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলায় শতকরা ৩৬ ভাগ ভোট কাস্টিং হয়েছে বলেছে জানান দ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা।