সৌরভ লোধ||
রাতের আঁধারে কুমিল্লার বরুড়া উপজেলার বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ডে, ফুটপাতে,উপজেলা পরিষদ চত্বর, হাসপাতাল রোড়, ঈদগাহর সামনে
থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নু এমং মারমা মং। সোমবার (১৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন কুমিল্লার বরুড়া উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
রিক্সা চালক আব্দুল রব জানান, আমি খেটে খাওয়া মানুষ। দিনের বেলায় মজুরি কাজ করি এবং রাতের একটি সময় রিকশা চালাই। কয়েকদিনের তীব্র শীতে খুব কষ্ট পাচ্ছি। আজকে হঠাৎ করে স্যারে আমাকে একটি কম্বল দেন। বাসায় নিলে পরিবারের সদস্যরা খুশি হবে অনেক।
এই বিষয়ে ইউএনও নু এমং মারমা মং জানান, কয়েক দিন যাবৎ তীব্র শীত পড়তে শুরু করেছে। এতে গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের রাত কাটে কষ্টে। সরকারি কিছু পরিমাণ শীতের ব্যবহার করা জিনিস ছিলো তা আমরা রাস্তার পাশে থাকা অসহায় মানুষদের মাঝে বিতরণ করি। কুমিল্লা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে জেলাব্যাপী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। সেসব শীতবস্ত্র হাতে ফেলে প্রতিটি ইউনিয়নের শীতার্ত মানুষের নিকটে পৌঁছে দেয়া হবে।
এসময় সহকারী কমিশনার(ভূমি) আহমেদ হাসান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।