সৌরভ লোধ ||
কাকৈরতলা প্রবাসী ফোরাম ও যুব সমাজের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনী খেলা শুরু অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ৩টায় পয়ালগাছা বনাম বিষ্ণুপুর ইয়াং স্টার ক্লাবের খেলার মধ্যে দিয়ে উক্ত খেলার কার্যক্রম শুরু হয়।
খেলাটি রেফারি দায়িত্ব পালন করেন সবুজ ও মাইনুল হাসান। খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শরীফ হোসেন।
কাকৈরতলা প্রবাসী ফোরাম ও যুব সমাজের উদ্যোগে ডে-নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট খেলা উদ্ভোধন করেন বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত। তিনি বলেন, মাদককে না বলি, খেলাধুলা মাধ্যমে সমাজব্যবস্থাকে মাদক, ইভটিজিং ও মোবাইল আসক্ত থেকে দুরে রাখা যায়। তারই ধারাবাহিকতায় বরুড়াতে কাকৈরতলা একটি আদর্শ গ্রাম হবে।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদ্রা ইউনিয়নের বিএনপি নেতা সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ও বরুড়া উপজেলা ক্রিয়া সদস্য নজরুল ইসলাম সাদ্দাম, বিজরা বাজার তালুকদার ফ্যাশনের স্বত্বাধিকারী মোশারফ তালুকদার।
উদ্ভোধনীয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাকৈরতলা বিশিষ্ট সমাজসেবক প্রফেসর শফিকুর রহমান।
এই সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মিলন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন পন্ডিত, মোশাররফ তালুকদার, মাষ্টার সোলাইমান, মাসুদ তালুকদার, নোমান মিয়াজী,ছাত্রনেতা শাকিল, আবু ছায়েদ, সবুজ, মিশকাত, ইমরান, রাজু, রাজন ও হাবিব সহ আরও অনেকে।