বিবর্তন রিপোর্ট ||
পন্যের গুণগত মান নিয়ন্ত্রণে কুমিল্লায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এবি ফুডকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) আদর্শ সদর উপজেলার উত্তর বাগমারা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নূর আশেক জানান, মেসার্স এবি ফুড প্রোডাক্টসের উৎপাদিত সুইটমিট পণ্যের মান যাচাই ও লাইসেন্স ব্যতীত এবং ব্রেড, কেক, বিস্কুট, ও ফার্মেন্টড মিল্ক পণ্যের বিএসটিআই লাইসেন্স নবায়ন না করেও মানচিহ্ন ব্যবহার করে, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে উৎপাদন, বিক্রয় ও বিতরণের অপরাধে ৫০ হাজার টাকা এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেয়াদোত্তীর্ণ ফুডকালার, ফ্লেবার ও অনুমোদনবিহীন ননফুডগ্রেড কালার ব্যবহারের অপরাধে আরও ১ লাখসহ দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিত করে বিএসটিআই হতে পণ্যের গুণগত মান যাচাইপূর্বক লাইসেন্স নিয়ে পণ্য উৎপাদনের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার (সিএম) ইকবাল আহমদ, কাজী মোঃ শাহান, পরিদর্শক (মেট্রলজি) হাফিজুর রহমান।