বিবর্তন রিপোর্ট।।
কুমিল্লা নগরীর নিউমার্কেটে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয় কর্তৃপক্ষ।
আজ বুধবার (২২ মে) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় চাল-আটা-চিনি-মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের ক্রয় ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করে এবং নানা অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সূত্রে জানা গেছে, অনুমোদনহীন বিদেশী কসমেটিকস বিক্রি এবং ইচ্ছেমাফিক মূল্যের স্টিকার লাগানোর অভিযোগে মেসার্স মামুন এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, অতিরিক্ত মূল্যে চিনি বিক্রি ও মূল্য তালিকায় গরমিল থাকায় মেসার্স তুহিন স্টোরকে ৫ হাজার টাকা, অনুমোদনহীন রং ও শিশু খাদ্য বিক্রয় করায় মেসার্স মা-মনি স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া তদারকি করা হয়েছে অন্তত ৩০টি প্রতিষ্ঠান।অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন ও জেলা পুলিশের একটি টিম।