বিবর্তন রিপোর্ট।।
কুমিল্লা বীরচন্দ্র নগর মিলনায়তনে শিব নারায়ণ দাশ স্মরণ পর্ষদ কুমিল্লার আয়োজনে বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম অন্যতম নকশাকার বীরমুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গত কাল ২৪ মে বিকেলে স্মরণ পর্ষদের আহবায়ক অধ্যক্ষ ডা: মোসলে উদ্দিন এর সভাপতিত্বে স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার, বাসদ প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমরেড খালেকুজ্জামান, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আক্তার, বাংলাদেশ জাসদ সা. সম্পাদক নাজমুল হক প্রধান, সাবেক ছাত্রলীগ সভাপতি এড.সৈয়দ আবদুল্লাহ পিন্টু, শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর আরিফুর রহমান, ন্যাপ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ফারুক, জেএসডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, মুক্তি যুদ্ধ বিষয়ক গবেষক ডা: মাহফুজুর রহমান, শিব নারায়ণ দাশপত্নী বীরমুক্তিযোদ্ধা গীতশ্রী চৌধুরী, সাংবাদিক মাহবুব কামাল, লেখক- গবেষক এড গোলাম ফারুক, কবি মোহন রায়হান এবং শিব নারায়ণ দাশের একমাত্র সন্তান অর্ণব আদিত্য দাশ।।
স্মরণ সভায় কবিতা পড়েন, রুবেল কুদ্দুছ, চন্দন দাস, গৌরাঙ্গ দেব। সভায় কমরেড খালেকুজ্জামান, রাষ্ট্রধর্ম ইসলাম এ বিষয়টি সমালোচনা করে বললেন, রাষ্ট্রের আবার ধর্ম কি? রাষ্ট্রের কোন ধর্ম হয় না। তিনি আরো মন্তব্য করেন, সংবিধানের মাথায় ‘বিসমিল্লাহ্’ লিখে রাখা হয়েছে। এ বিষয়ে তিনি মনে করিয়ে দেন, বিদায় হজ্জের ভাষণে আমাদের শেষ নবী হযরত (সা:)তাঁর বক্তব্যে বিসমিল্লাহ উল্লেখ করেন নি, বক্তব্যের সম্বোধনে ‘হে মুসলমান’ শব্দটিও উচ্চারণ করেন নি। ‘হে মানবজাতি’ বলে সম্বোধন করেছেন।’
দেশের স্কুল কলেজে ‘ধর্ম শিক্ষা’ বলতে তিনি আলাদা ভাবে এক জন শিক্ষার্থীকে শুধু ইসলাম এবং সনাতন ধর্মের বই পড়ানো হচ্ছে বলে দুঃখ প্রকাশ করেন। এটা ঠিক নয়। ধর্মশিক্ষা বা ধর্মকে জানা মানে সকল সম্প্রদায়ের ধর্মকে জানা বোঝায়। শিব নারায়ণ দাশ এ মতাদর্শই বাস্তবায়ন করতে চেয়েছিলেন।
সভায় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ কম বাহাউদ্দিন বাহার বলেন, শিব নারায়ণ দাশ আমার রাজনৈতিক গুরু। তাঁর কাছ থেকে রাজনৈতিক বিষয়ে আমি অনেক কিছু শিখেছি। শিব নারায়ণ দাশের শেষ সময়ের সব খবরই আমি নিয়েছি। তাঁর মরদেহ কুমিল্লায় আনার ব্যবস্থা সহ তাঁর প্রতি উৎসুক্য লক্ষাধিক মানুষের শ্রদ্ধানিবেদন করে তাঁর যথাযথ মর্যাদা দেয়ার চেষ্টা করেছি। কুমিল্লা টাউন হলের স্মরণ সভার এ আয়োজন শিব নারায়ণ দাশকে ছোট পরিসরে নেয়া হয়েছে বলে তিনি দুঃখ প্রকাশ করে এ মন্তব্য করেন। শিব নারায়ণ দাশের মত এমন মহৎ ব্যাক্তির এ স্মরণ সভা আরো বড় পরিসরে করা যেতো। প্রয়োজনে আমি একটি নাগরিক কমিটি করে তা সম্পন্ন করতাম। তবুও এ সময়ে আয়োজকরা যা করেছে বিভিন্ন দলের জাতীয় নেতাদের কুমিল্লায় এনেছে। শিবুদার স্মৃতি চারণমূলক বক্তব্যে তাঁরা অংশ গ্রহন করেছে। শিব নারায়ণ দাশের এ স্মরণ সভায় বক্তারা বলেন,, শিব নারায়ণ দাশ সকল ধরণের বৈষম্য মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, দেশের কাছে শিব নারায়ন দাশ তাঁর কোন কৃতিত্বের মূল্যায়ন পেতে চান নি আর তাই হয়তো পান নি। বক্তারা আরো বলেন, দেশ বা জাতি থেকে কি পেয়েছেন এটার চেয়ে বড় হলো তিনি তাঁর চক্ষু সহ মরদেহ জাতির স্বার্থে উৎস্বর্গ করে গেছেন।
সভানুষ্ঠানটি পরিচালনা করেন, খায়রুল আজিম শিমুল, সবশেষে অনুষ্ঠানের আগত অতিথিদের ধন্যবাদ জানান, জাসদ কুমিল্লার সা. সম্পাদক কাজী সাইমুল হক।