স্টাফ রিপোর্টার।।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সদ্য প্রয়াত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিষ্ণু কুমার ভট্টাচার্য এর মরনোত্তর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (২৪মে) সকালে কুমিল্লা জেলা পুজা উদযাপন পরিষদ এর আয়োজনে কুমিল্লা রানীরবাজারস্থ শ্রী শ্রী রামঠাকুর আশ্রমে অনুষ্ঠিত স্মরণ সভায় জেলা, মহানগর, উপজেলার শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বীর মুক্তিযোদ্ধা বিষ্ণু কুমার ভট্টাচার্য এর রাজনৈতিক ও সামাজিক জীবনের উল্লেখযোগ্য কর্মকান্ড সহ তাঁর কৃতি-জীবনের সমৃদ্ধময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বীরমুক্তিযোদ্ধা বিষ্ণু কুমার ভট্টাচার্যের এ মৃত্যুতে এক বলিষ্ঠ কর্মময় জীবনের অবসান ঘটার সাথে সাথে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুমিল্লা সহ বাংলাদেশের সংখ্যা লঘু সম্প্রদায়ের সুরক্ষায় নিবেদিত একজন নেতাকে হারিয়েছেন বলে মন্তব্য করেন অংশগ্রহকারী বক্তারা।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সহসভাপতি নির্মল পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য বাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলার সভপতি তপন কুমার বকসী, সহ -সভাপতি লক্ষণ সাহা, বাসুদেব ঘোষ, দূর্জয় সাহা, অধ্যাপক নিত্যানন্দ রায়, পার্থসারথী দত্ত, পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ন সরকার, কুমিল্লা সাংবাদিক ইউনিয়ন এবং ঘাতক দালাল নির্মূল কমিটি কুমিল্লা জেলার সভাপতি বিবর্তন সম্পাদক অধ্যাপক দিলীপ মজুমদার, কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদ এর সভাপতি শিবুপ্রসাদ রায়, সাধারণ সম্পাদক অচিন্ত দাশ টিটু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সভাপতি চন্দন রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী, পূজা উদযাপন পরিষদ।
কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার পরিচালনায় স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা হিন্দু মহাজোট সা. সম্পাদক এড, মানিক ভৌমিক, পূজা উদযাপন পরিষদ উপজেলা নেতৃবৃন্দের মধ্যে চৌদ্দগ্রাম থেকে বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তীও বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী, বিষ্ণু ভট্টাচার্য তনয় বিজয় ভট্টাচার্য , লাকসাম থেকে এড. বিকাশ সাহা, বরুড়া থেকে ডা: তপন ভৌমিক, মাস্টার তপন বণিক, লাকসাম উপজেলা থেকে চন্দন মজুমদার, চান্দিনার অধ্যাপক শ্রীধর বণিক, সদর উপজেলার মধূসুদন রায়,, তিতাসের মাস্টার স্বপন সহ পূজা উদযাপন পরিষদ এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভা শেষে দুপুরে অভ্যাগতদের মাঝে অন্ন প্রসাদ দেয়া হয়।পরে বিকেল ৩ টায় কুমিল্লা জেলা উদযাপন পরিষদ এর নেতৃবৃন্দের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, রীর মুক্তিযোদ্ধা বিষ্ণু ভট্টাচার্য চিকিৎসার উদ্যেশে ভারতে গিয়ে তিনি কলকাতার একটি নার্সিং হোমে গত ২৩ ফেব্রুয়ারী মৃত্যু বরণ করেন। বুড়িচং উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং উপজেলার সদর ইউনিয়ন এর সভাপতি ছিলেন প্রয়াত বিষ্ণু কুমার ভট্টাচার্য।