বিবর্তন রিপোর্ট:
কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি নাঙ্গলকোট প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ সভাপতি জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নাঙ্গলকোটে অনেক গুণী মানুষ জন্ম নিয়েছেন। আমার আগেও এখানে অনেক ইউএনও দায়িত্ব পালন করেছেন। তারাও অনেক ভালো কাজ করছেন। এখানে সেবা দিতে আসছি। নিতে নয়? নাঙ্গলকোটকে এগিয়ে নিতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক নির্মূল সহ সকল অপরাধ কার্যক্রম বন্ধ করতে সকলের সহযোগিতা চাই। পাশাপাশি শিক্ষা-সংস্কৃতি ও উন্নয়ন কর্মকাণ্ডেও গণমাধ্যম সহ সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করছি।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ সভাপতি নিজাম উদ্দিন শাহিন, সাংস্কৃতিক সম্পাদক মো শাহজাহান, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল মাহমুদ বাহার, অফিস সম্পাদক মেহেদী হাসান ভূইয়া আজিম, সাহিত্য সম্পাদক মো. দুলাল মিয়া, প্রচার সম্পাদক শরীফ আহমেদ মজুমদার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজু, ক্রীড়া সম্পাদক তোফায়েল হোসেন মজুমদার, আইসিটি সম্পাদক অরবিন্দু দাস, জহিরুল ইসলাম রুবেল, আব্দুর রহিম বাবলু ও মাওলানা ইউসুফ প্রমুখ।