বিবর্তন রিপোর্ট।।
পানি প্রবাহ বৃদ্ধির কারনে পদ্মা-মেঘনায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় সরবরাহ বেড়ে দ চাঁদপুরের ইলিশের দাম কিছুটা লাগালে এসেছে। এ দাম আগামী কয়েক দিনের মধ্যে আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানান চাঁদপুরের বাজার বিশ্লেষকরা।
২৩ মে বৃহস্পতিবার বিকালে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র বড়ষ্টেশনে গেলে আড়তদাররা ইলিশের দাম কমার বিষয়টি জানিয়েছে।
আড়তদার দেলোয়ার, বিপ্লব, সম্রাট,বাবুল বলছেন, গেলো ১০/১৫ দিন পূর্বেও ৮/১০ মণ ইলিশ আসলেও এখন দিনে ৫০ মণেরও বেশি ইলিশ ঘাটে আসছে। এরমধ্যে ২০ মণ ইলিশ নোয়াখালী হাতিয়ার মেঘনা নদীর হলেও বাকি ৩০ মণই চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ। সামনে বৃষ্টি হলে এবং পানি আরও বাড়লে ইলিশ আরও বেশি ধরা পড়বে।
সরজমিনে দেখা যায়, প্রতি কেজি ইলিশে ২/৩শ’ টাকা কমে এখন ৫শ’ হতে ৬শ গ্রামের ১৩শ’ টাকা, ৭-৮শ’ গ্রামের ইলিশ ১৫শ’ টাকা, ৯শ’ গ্রামের ইলিশ ১৭০০ টাকা, ১ কেজি ওজনের ইলিস ২৩শ’ টাকা এবং দেড় কেজি ওজনের ইলিশ ২৮শ’ হতে ৩ হাজার টাকা পর্যন্ত কেজি প্রতি বিক্রি হচ্ছে। যা আগের চেয়ে প্রতি কেজি ইলিশের ওজনে দাম ২/৩শ’ টাকা কম।
জেলে কাদির বলেন,গেলো কয়েক দিনের তুলনায় এখন নদীতে ইলিশ বেশি পাচ্ছি। সামনে হয়তো আরও বেশি পাবো।
ক্রেতারা বলছেন, দাম খুব একটা কমেছে তা বলা যাবে না। তবে বাহিরের ইলিশের তুলনায় ঘাটে সদরের পদ্মা মেঘনার স্থানীয় ইলিশ বেশি পাওয়া যাচ্ছে এটাই আশার বানী।
এ বিষয়ে চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক হাজী শবে বরাত সরকার বলেন, ১ কেজি ওজনের ইলিশের মণ এখন ৭৫ থেকে ৮০ হাজার টাকা, দেড় কেজি ওজনের ইলিশের মণ ১ লাখ টাকার মতো। স্থানীয় ইলিশ বাড়ায় এখন ময়মনসিংহ, ঢাকা, জামালপুর, সিলেট, রংপুর, মৌলভীবাজারে চাঁদপুরের ইলিশ বেশি যাচ্ছে। সামনে কিছুদিন পর ‘জো’ অর্থাৎ ইলিশের মৌসুম রয়েছে। তখন স্থানীয় ইলিশ আরও বাড়লে ১ কেজি ওজনের ইলিশ ১ হাজার টাকাতেই কিনতে পাওয়া যাবে।