
Oplus_131072
বরুড়া প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা গ্রামের আওয়ামিলীগ কর্মী মো:মোস্তফার বাড়িতে বিএনপি ও জামায়াত কর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত ৫ আগষ্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর ৭আগস্ট আড্ডা ইউনিয়নের পূর্ব আড্ডা গ্রামের খোদাই বাড়ির আ.লীগ কর্মী মো.সোলেমানের ছেলে মো: মোস্তাফার বসতঘরে কয়েকজন এলাকার চিহ্নিত বিএনপি ও জামায়াতে কর্মী জড়ো হয়ে রাত ৮টার দিকে হামলা চালায়।

ভুক্তভোগী মোহাম্মদ মোস্তফা জানান, ৫ আগষ্টের আগে থেকেই আমি প্রবাসে চলে আসি। আমি এলাকাতে কারো কোন ক্ষতি করিনাই। রাজনীতি করেছি জনগণের জন্য।কেউ বলতে পারবেনা কারো ক্ষতি করেছি। তাহলে কেনো আমার বাড়ি ঘরে হামলা লুটপাট করা হয়েছে। আমার পরিবারের কেউ ঐ সময় ঘরে ছিলোনা।।যদি থাকতো হয়তো তাদেরও হত্যা করে ফেলতো। যারা হামলা করেছে তাদের রাতের অন্ধকারে কেউ সনাক্ত করতে পারেনি।তবে আমি আমার পরিবারসূত্রে জেনেছি এলাকার বিএনপি ও জামায়াতের লোক সাথে ছিলো এই ভাঙচুর ও হামলায়।আমি এর সুষ্ঠু বিচার দাবী করছি।

এলাকার স্থানীয়রা জানান, এলাকায় তো অনেক আওয়ামী নেতাকর্মী আছে। যারা ৫ আগষ্টের আগে অনেক অত্যাচার করেছে মানুষের উপর।তাদের বাড়িঘরে হামলা না চালিয়ে মোস্তাফার বাড়িতে কেনো চালানো। মোস্তাফা আ.লীগ করলেও সে ছিলো এলাকার শিক্ষিত ও জনপ্রিয় একজন মানুষ। কারো ইন্দনে হয়েছে কিনা এই হামলা আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার দাবী করছি।