ডেক্স রিপোর্ট ||
কুমিল্লার বরুড়ায় সারুতলী গ্রামে ড্রেজার এবং বেকু দিয়ে মাটি কাটার অভিযোগে পরপর ২ বার একই জায়গায় অভিযান চালিয়েও উপজেলা প্রশাসন বন্ধ করতে পারেনি অবৈধ মাটিকাটা।
শুক্রবার (৪ এপ্রিল) সকালে উপজেলার গালিমপুর ইউনিয়নের সারুতলী গ্রামে একই জায়গায় তৃতীয়বারের মতো অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং।
তিনি জানান, এই জায়গায় এই নিয়ে তৃতীয়বারের মত অভিযান চালাতে আসি। এসে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।শুনেছি ঈদের পর থেকে বন্ধ রয়েছে মাটিকাটা। তবে ঘটনাস্থলে দুটি ড্রেজার,বেকু ও কিছু পাইপ পেয়েছি।এগুলো যাতে মাটি কাটার কাজে ব্যবহার না করতে পারে সে ব্যবস্থা করেছি।পাশাপাশি এলাকাবাসীকে বলে আসছি কেউ মাটি কাটতে আসলে হাতেনাতে আটক করে আইনের আশ্রয় নিতে।

জানা যায়, সারুতলী গ্রামে অবৈধভাবে ড্রেজার এবং বেকু দিয়ে মাটি কাটার বিরুদ্ধে এর আগেও ২ বার অভিযান পরিচালনা করলেও অদৃশ্য ক্ষমতা প্রয়োগ করে মাটি কেটে নিচ্ছে একটি চক্র। বর্তমানে মাটি কাটার স্থানটির চারিদিকে বাউন্ডারি দেওয়াল নির্মাণ করে দিনের বেলায় গেটে তালা ঝুলিয়ে রাখে এবং রাতের অন্ধকারে মাটি কাটা হয়। ঈদের পর থেকে মাটি কাটা বন্ধ রয়েছে। তবে এর আগে সহকারী কমিশনার (ভূমি) একই স্থানে ২ বার অভিযান পরিচালনা করেন।