
সৌরভ লোধ ||
গ্রামে বেড়েছে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ও অসামাজিক কার্যকলাপ। এতে শান্তিতে নেই গ্রামবাসি। এমন কি চুরি করে নিয়ে যাচ্ছে বাগানের ফল, বাড়িঘরের পানির টিউবওয়েল। এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েও প্রতিকার না পাওয়ার অভিযোগ গ্রামবাসীর। তারা মনে করেন গ্রাম থেকে মাদক নির্মূল করতে পারলেই সব সমস্যা সমাধান হয়ে স্বস্তি ফিরবে এলাকার।
প্রতিকার পেতে বুধবার (২ এপ্রিল) বিকালে কুমিল্লার বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কাকৈরতলা গ্রামের জনগণ। এতে অংশগ্রহণ করছে গ্রামের দুই শতাধিক মানুষ।
কাকৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মানববন্ধন করে, পরে স্কুলের সামনে থেকে পূর্বপাড়া রাস্তায় বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী।মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গ্রামের তরুণ ও যুব সমাজের প্রতিনিধি ছাড়াও এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বরুড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব লিটন পন্ডিত বলেন, এলাকার পরিবেশ ও যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে এ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। মাদক সেবন করে শুধু নিজেকে ধ্বংস করছেনা, পরিবারকেও ধ্বংস করছে। প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

স্থানীয়রা জানান, মাদকের জন্য আমাদের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের ছেলেরা বিপথগামী হওয়ায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বাড়ছে। আমরা সামাজিক ভাবে অনেক চেষ্টা করেও ফল পায়নি। প্রশাসন কাউকে ধরলেও কিছুদিন পর ছাড়া পেয়ে যায়। আমরা তাদেরকে শক্ত হাতে দমনের জন্যে প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
এ সময় স্থানীয় গ্রামবাসী ও যুব সমাজের পক্ষে আরো বক্তব্য রাখেন যুবদল নেতা মিলন হোসেন, রুহুল আমিন পন্ডিত, ছাত্রনেতা মোশারফ তালুকদার, তোফাজ্জল হোসেন তালুকদার, দিদার পন্ডিত, মাহবুব তালুকদার, শাহজালাল টিপু, মাওলানা মিজানুর রহমান, হাফেজ আহসান উল্ল্যাহ, রবিউল মিয়াজী, শফিউল বাবু, আরিফুল ইসলাম, সোহেল রানা, শাহদাত হোসেন সবুজ, ফারুক হোসেন, নাজমুল মিয়াজী, রবিউল পন্ডিত, বাপ্পি পন্ডিত, সুমন ভুইয়া প্রমুখ।