
সৌরভ লোধ ||
কুমিল্লা জেলার বরুড়ায় চন্ডিমূড়া এলাকার শ্রী শ্রী শিব ও চন্ডী মন্দির সংলগ্ন দূতিয়া দিঘীর তীরে মধ্যরাত থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নানোৎসব।
শুক্রবার (৫ এপ্রিল) মধ্যরাত ২টা ৮ মিনিট থেকে শুরু হয়ে এই স্নানোৎসব শনিবার রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত চলবে।
জানা যায়, স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠে দেশ-বিদেশ থেকে আসা হাজারো পুণ্যার্থী। মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আম্রপল্লব নিয়ে পুণ্যার্থীরা স্নানে অংশ নিয়েছি ভোর থেকেই। উৎসবকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্য পূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা ও নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে উৎসব প্রাঙ্গনের চারপাশে।
এখানে হাজারো পুণ্যার্থী ভোর থেকেই দীঘির পাড়ে উপস্থিত হতে শুরু করে। দুপুরের মধ্যেই ভক্তদের আনাগোনায় ভরে যায় দীঘির চারপাশ।
আজ সারাদিন প্রচন্ড রোদ পড়লেও ভক্তদের দেখে সেটা বুঝার উপায় ছিলো না। উৎসব স্থানে দর্শনার্থীদের ভীড় ছিল চোখে পড়ার মত।প্রায় ৪ শত বছর ধরে প্রতিবছর চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা। স্নান উপলক্ষ্যে ঘাট এলাকায় দিনব্যাপী মেলার আয়োজন রয়েছে।
চাঁদপুর থেকে স্নান করতে আসা সুভাষ ভৌমিক বলেন, বলেনস্নানযাত্রায় আসা ভক্তরা আমাদের জানান, প্রতি বছর আমরা এখানে আসার চেষ্টা করি।স্নানোৎসব এর পাশাপাশি এখানে শ্রী শ্রী শিব ও চন্ডী মন্দিরে অখন্ড গীতা হোম যজ্ঞ ও সপ্তশতি শ্রী শ্রী চন্ডিযজ্ঞ অনুষ্ঠিত হয়। অনেক ভক্ত আসে দেশের নানা প্রান্ত থেকে।
নোয়াখালী থেকে স্নান করতে আসা অসীম সাহা জানান, ভগবানের সন্তুষ্টি ও পাপমোচনের আশায় প্রতিবছর আমরা পরিবার-পরিজন নিয়ে এখানে স্নান করতে আসি। এটি একটি বড় উৎসব, এখানে লাখ লাখ লোকের সমাগম হয়। স্নান উপলক্ষে এখানে মেলা বসে। এবারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে, আমরা খুব সন্তুষ্ট।