বিবর্তন রিপোর্ট :
৩য় দফা নির্বাচনে জেলায় ৪টি উজেলায় ৪৭ প্রার্থী এ প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চেয়ারম্যান ১৫ জন, ভাইস চেয়ারম্যান ১৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ১৩ জন। উপজেলাওয়ারী প্রার্থীদের মধ্যে বুড়িচং উপজেলায় ১০ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন ভাইস চেয়ারম্যান ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ২ জন প্রার্থী।
ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৩ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান ৪ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন প্রার্থী। মুরাদনগর উপজেলায় ১৫ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রার্থী। দেবিদ্বার উপজেলায় ৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটানিং অফিসার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান আগামী ২৯ মে ৩য় দফা ও উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, মঙ্গলবার (২৮ মে) সকাল ১১টার পর থেকে এলাকায় নির্বাচনী সামগ্রী পাঠানো হবে। নির্বাচন বিধি মোতাবেক ২৭ মে রাত ১২টা থেকে নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রচার প্রচারণা বন্ধ হবে। নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার জন্য এবং ভোটাদের নিরাপত্তা রক্ষায় বিজিবি, পুলিশ, র্যাব, আনসার ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।