রুবেল মজুমদার, স্টাফ রিপোর্টার:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাল ভোট দেওয়ায় ওবায়দুল হাসান রাসেল ( ৪০) ও একই এলাকার মো শান্ত (২৫) নামের এক যুবককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী।
বুধবার (২৯ মে) দেবিদ্বার উপজেলায় জাল ভোট দেওয়ায় গুনাইঘর ইউনিয়নে গুনাইঘর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যায়লয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। জাল ভোট দেওয়ায় কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবক উপজেলার উত্তর গুনাইঘর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী বলেন, গুনাইঘর (উ:) সরকারি প্রাথমিক বিদ্যায়লয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ সালের ৭২নং বিধিতে দোষী সাব্যস্ত করে এ সাজা প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বিকাল ৫টার দিকে তাকে কুমিল্লায় জেলা কারাগারে পাঠানো হবে।
এদিকে একই উপজেলার ধামতী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা পৌনে ১১ টায় আনারস প্রতীকে জালভোট দেয়ার সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইজনকে আটক করে। বিকেল ৪ টার পর ভোট গ্রহণ শেষে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
অন্যদিকে, কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় একটি কেন্দ্রের দুই প্রার্থীর ৪ এজেন্টকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের দুই জন ‘ঘোড়া’ প্রতীকের এবং বাকি দুই জন ‘টেলিফোন’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান খাঁন শাওন বলেন, জাল ভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে ৪ এজেন্টকে হাতেনাতে ধরি। পরে তাদেরকে ৪ দিন করে কারাদণ্ড দিয়েছি।
প্রসঙ্গত, তৃতীয় ধাপে কুমিল্লার ৪ উপজেলা ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বার ও মুরাদনগরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় ভোট ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়েছে। এই চার উপজেলায় চেয়ারম্যান পদে ৪৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।