বিবর্তন ডেক্সঃ
কুমিল্লার গণমানুষের নেতা মুক্তিযুদ্ধের সংগঠক, শিক্ষানুরাগী, প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান এডভোকেটের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা বুধবার (১২ জুন) রাত ১০.৪০ মিনিটে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মরহুমার জানাযা বৃহস্পতিবার (১৩ জুন) বাদ যোহর নগরীর মডার্ণ কমিউনিটি সেন্টার মাঠে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।উল্লেখ্য যে, তার স্বামী জননেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল ২০২১ সালের ১৬ নভেম্বর বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন এবং তার ৩ ছেলে ১ মেয়ের মধ্যে বড় ছেলে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুদ পারভেজ খান ইমরান ২০২৩ সালের ০৬ মার্চ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তাহার বড় মেয়ে আঞ্জুম সুলতানা সীমা সাবেক সংসদ সদস্য এবং মেঝো ছেলে ডা. আজম খান নোমান এফবিসিসিআই’র পরিচালক ও কুমিল্লা চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব পালন করছেন ও ছোট ছেলে নাসরুল্লাহ খান আরমান বিশিষ্ট ব্যবসায়ী। জানা গেছে বীর মুক্তিযোদ্ধা নার্গিস সুলতানা প্রতিষ্ঠালগ্ন থেকে কুমিল্লা মর্ডাণ হাই স্কুল এর পরে দীর্ঘদিন শেখ ফজিলাতুন্নেছা মডার্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহার মৃত্যুতে কুমিল্লার সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে।