সৌরভ লোধঃ
স্বপ্ন পূরণ করে দেশে ফিরছেন পায়ে হেঁটে হজে যাওয়া কুমিল্লার আলিফ।
সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে বারোটায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে কুমিল্লার ছেলে আলিফের।
রবিবার (৭ জুলাই) দেশে ফেরার কথা জানিয়ে সাংবাদিকদের আলিফ মামুদ জানান, ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবারিয়া থেকে পায়ে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে দীর্ঘ ৯ মাসের পথ চলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।
নানা বাধা পেরিয়ে দীর্ঘ ৯ মাস পায়ে হেটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পবিত্র হজ পালন করেন।
এ সময় আলিফ সাংবাদিকদের জানান, হাজার বছর আগের ধর্ম প্রচার ব্যবসা-বাণিজ্যের এই একমাত্র পথ আকৃষ্ট করে তার ভ্রমণ পিপাসু মনকে শুরুতে সাইকেলে চড়ে মক্কা যাওয়ার ইচ্ছা থাকলেও পরে পায়ে হেঁটে যাওয়ার সংকল্প করেন।