সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় তানজিনা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় পরকীয়া প্রেমিক মামুন হোসেন আবেদ (৩০) কে গ্রেপ্তার করেছে বরুড়া থানা পুলিশ।
শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার ভাউকসার ইউনিয়নের গজারিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তানজিনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত মামুন হোসেন আবেদ পয়েলগাছা ইউনিয়নের কলাখাল গ্রামের জোবেদ আলীর ছেলে।
স্থানীয়দের থেকে জানা যায়, তানজিনা আক্তারের বিয়ের আগে থেকেই মামুন হোসেনের সাথে প্রেমের সম্পর্ক ছিলো। বিয়ের পরও তাদের এই সম্পর্ক চলতে থাকে। তানজিনার স্বামী বিদেশে থাকায় তাদের পরকীয়া সম্পর্ক গভীর হয়ে যায়। তানজিনার বাসায় প্রায়ই যাতায়াত করতো প্রেমিক মামুন হোসেন। তানজিনার একটি মেয়ে সন্তান আছে নাম মুনতাহা (৫)। তানজিনা তার মেয়ে মুনতাহাকে নিয়ে কয়েকদিন আগে গালিমপুর স্কুলের পিছনে জায়গা কিনে সেখানে বাড়ি নির্মাণ করে। এবং সেখানেই বসবাস করতো তার মেয়ে কে সাথে নিয়ে। শনিবার বিকালে তার বাড়ির সামনে মামুন হোসেন ঘুরাঘুরি করতে লাগলে স্থানীয় লোকজন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করে।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে বলে তানজিনা তার ঘরে ফাঁসি দিয়েছে।
পরে স্থানীয় লোকজন তানজিনার ঘরে ঢুকে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে ফোন দেয়।
এই ঘটনায় আটককৃত প্রেমিক মামুন হোসেন আবেদ বলেন, তানজিনার সাথে তার স্বামীর ঝগড়াঝাটি ছিলো। সে আমাকে ফোন দিয়ে বলে সে আজ মারা যাবে,তাকে ক্ষমা করে দিতে। তখন আমি দ্রুত তাদের বাড়ি এসে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি সে ফাঁস নেওয়া অবস্থায় ঝুঁলে আছে। আমি তানজিনাকে মারি নাই।
এই বিষয়ে বরুড়ার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, থানায় লাশ এখনো আসেনাই। এখন কোন কিছু বলতে পারবো না।