বিবর্তন ডেক্স:
কুমিল্লায় র্যালি, কেক কাটা ও প্রাণবন্ত আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা নগরীর প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা অনুষ্ঠানে দৈনিক কালবেলার কুমিল্লা ব্যুরো প্রধান দিলীপ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কালবেলার কুমিল্লা জেলা প্রতিনিধি মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়েত ইসলামী কুমিল্লা মহানগরীর সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম খান, প্রেস ক্লাবের সভাপতি ও ৭১টিভির স্টাফ রিপোর্টার কাজী এনামুল হক ফারুক, কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাসুক আলতাফ চৌধুরী।
কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, জামায়েতে ইসলামী কুমিল্লা মহানগরীর সেক্রেটারি কামরুজ্জান সোহেল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিনের কুমিল্লা জেলা প্রতিনিধি জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ইনকিলাবের জেলা প্রতিনিধি সাদিক মামুন প্রমুখ। এ সময় কুমিল্লা জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।