সৌরভ লোধ||
ছাত্র-জনতার তুমুল গণআন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার দিন গত ৫ আগস্ট ঢাকায় নিহত তিন শহীদ পরিবারের খোঁজখবর নিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার অডিটোরিয়ামে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ৩ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদ ও আহদের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসন।এই সময় শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্নভাবে সহযোগিতারও আশ্বাস দেন তিনি। খোঁজ খবর নেওয়া এক পর্যায়ে নিহতের মা বাবা ভাইবোনরা কান্নায় ভেঙে পড়েন সভাকক্ষে। সভা শেষে পৌরসভার অর্জুন তলায় অবস্থিত শহীদ হাফেজ মাসুদুর রহমানের কবর জিয়ারত করেন ডিসি।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মো: আমিরুল কায়সার বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারকে যেকোনো ধরনের সহযোগিতা করা হবে। যে কোন প্রয়োজনে তাদের পাশে থাকবো আমরা। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে সকলকে সাথে নিয়ে বরুড়া উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং, বরুড়া থানা অফিস ইনচার্জ কাজী নাজমুল হকসহ উপজেলার অন্যান্য অফিসাররা।