সৌরভ লোধ ||
কুমিল্লার বরুড়ায় ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে নিহত দুই ছাত্রের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। দুর্ঘটনার দিনেই দুই পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান নিহতদের বাড়িতে। এই সময় তিনি নিহত ও আহত ৩ ছাত্রের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
সোমবার (২৮ এপ্রিল) রাতে খোশবাস ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং৷
এইদিন সোমবার দুপুরে খোশবাস উত্তর ইউনিয়নের পয়েলগুচ্ছ গ্রামে মাঠে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। এবং আরেকজনকে আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তারা উভয়েই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
বরুড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, নিহত দুইজনের প্রত্যেকের পরিবারকে পঁচিশ হাজার টাকা করে ৫০ হাজার টাকা এবং আহত একজনের চিকিৎসার জন্য সাড়ে সাত হাজার টাকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।
