সৌরভ লোধ ||
নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে কুমিল্লার বরুড়ায় তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে (২৫ মে) রোববার সকাল ৯টায় ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা সহকারী কমিশনার উম্মে মুসলিমা এর সভাপতিত্বে ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া সহ প্রমূখ।
এদিন সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ভুমি মেলা ২০২৫ এর ভুমি সংক্রান্ত সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং বলেন, আজ থেকে শুরু হয়ে আগামী ২৭ মে পর্যন্ত তিন দিন ব্যাপী এই ভূমি মেলার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা, নামজারির আবেদন, ভূমি সংক্রান্ত গণশুনানির মাধ্যমে তাৎক্ষণিক ভুমি সেবা প্রদানের চেষ্টা করব। পাশাপাশি ভূমি উন্নয়ন করের ব্যবস্থা করা হয়েছে।
