ডেক্স রিপোর্ট ||
বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস ছালাম একটি অনলাইন নিউজ চ্যানেলে প্রচারিত ভুয়া ও ভিত্তিহীন সংবাদে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি জানান, কয়েকদিন আগে অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়—একই পরিবারে তার চারজন সদস্য টিসিবি কার্ড ও কৃষি কার্ড পেয়েছেন। বিষয়টি সম্পূর্ণ সত্য নয় বলে তিনি জানান।
আবদুস ছালাম স্পষ্ট করে বলেন, আমার পরিবার থেকে ছেলেরা আলাদা থাকে। এ কারণে আমার ছেলের বউয়ের নামে একটি টিসিবি কার্ড করে দিয়েছি। আরেকটি কার্ড আমার অজান্তে আমার ছেলে জমা দিয়েছিল। তবে এর বাইরে আর কোনো কার্ড আমার পরিবারের নামে হয়নি।
তিনি আরও বলেন, আমি গত ১০ বছর ধরে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। কখনোই আমার নামে দুর্নীতি বা স্বজনপ্রীতির অভিযোগ কেউ দিতে পারেনি। আমার নামে অহেতুক মিথ্যা সংবাদ প্রচারের আমি তীব্র প্রতিবাদ জানাই।
