নিজস্ব প্রতিবেদক ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-কে সামনে রেখে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তাদের প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। ঘোষিত তালিকা অনুযায়ী, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে দলটির মনোনয়ন পেয়েছেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির।
এলডিপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের অনুমোদনে এই তালিকা প্রকাশ করা হয়। এতে দেশের বিভিন্ন আসনে প্রেসিডিয়াম সদস্য, ভাইস-প্রেসিডেন্ট এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে।
ড. নেয়ামুল বশির দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং এলডিপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি তিনি সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।
দলীয় নেতাকর্মীরা জানান, হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় এবার এলডিপি শক্ত অবস্থান গড়ে তুলতে চায়। স্থানীয় পর্যায়ে ড. বশিরের জনপ্রিয়তা এবং সাংগঠনিক ভিত্তিকে কেন্দ্র করেই নির্বাচনী কৌশল সাজানো হচ্ছে।
উল্লেখ্য, এলডিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের মোট ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ড. নেয়ামুল বশির অন্যতম। তিনি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী ৫০ জনের একজন এবং চাঁদপুর জেলার একমাত্র রাজনৈতিক ব্যক্তি হিসেবে এই স্বীকৃতি অর্জন করেছেন।
