সাড়ে ২৪ লাখ টাকা লুটের অভিযোগে প্রতারক গ্রেফতার
জেলা প্রতিনিধি
বিবর্তন ডেক্স
কুমিল্লা
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৩, ০১:২৮ এএম
সাড়ে ২৪ লাখ টাকা লুটের অভিযোগে প্রতারক গ্রেফতার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পার্সেল পাঠানোর প্রলোভন দেখিয়ে সাড়ে ২৪ লাখ টাকা লুটের অভিযোগে রুবেল আহমেদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জের মদনপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার রুবেল নাটোরের গুরুদাসপুর থানার আলীপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ আগস্ট বিকেলে সালমা আক্তার (ছন্দনাম) নামে এক নারীর ফেসবুকে জন রিকো নামে এক ব্যক্তি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠান। এরপর ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করলে ওই ব্যক্তি ম্যাসেঞ্জারে নানা উপহার সামগ্রি পাঠানোর জন্য তার ঠিকানা চান। পরদিন সকালে জন রিকো অন্য নম্বর থেকে কল দিয়ে নিজেকে কাস্টমস্ অফিসার পরিচয় দিয়ে ভুক্তভোগী নারীর পার্সেলের টাকা পরিশোধের জন্য (চুয়ান্ন হাজার) টাকা জমা দিতে বলে। ভুক্তভোগী নারী ওই টাকা নিজ ব্যাংক হিসাব থেকে পরিশোধ করেন। পরের দিন একই নম্বর থেকে মোবাইলে জানায় তার পার্সেলে ডলার আছে, আপনি মানিলন্ডারিংয়ের মামলা থেকে বাঁচতে চাইলে দ্রুত আরও ১ লাখ ৮০ হাজার টাকা ব্যাংক হিসাবে পাঠান। আর না পাঠালে ১২ ঘণ্টার মধ্যে আপনাকে গ্রেফতার করা হবে।
ভুক্তভোগী নারীকে মানিলন্ডারিংয়ের মামলার ভয় দেখিয়ে প্রতারক বিভিন্ন কিস্তিতে মোট ২৪ লাখ ৩৬ টাকা প্রতারকদের ব্যাংক হিসাবে পাঠাতে বাধ্য করে। এরপর আরও টাকা পাঠাতে বললে ভুক্তভোগী নারী কুমিল্লা কোতয়ালি মডেল থানা অভিযোগ করেন।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান বলেন, এ ঘটনায় রুবেল আহমেদের ব্যবহৃত সিমসহ তার নামে ১৩টি মোবাইল রয়েছে এবং বিভিন্ন ব্যাংকে ৮টি একাউন্ট খোলা আছে। তার ব্যাংকে হিসাব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।