কুমিল্লা ব্যুরো: কুমিল্লায় স্কুলের ছাত্রীদের অশালীন গালাগালি করে টিকটক ভিডিও তৈরি করে নেট দুনিয়ায় ভাইরাল করা টিকটকার আতিক ডন ও হৃদয় নামে দুই বখাটেকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় জেলা গোয়েন্দা পুলিশ এর একটি বিশেষ টিম অভিযান চালিয়ে গোমতা ও ভিকতলা এলাকা থেকে তাদেরকে আটক করে।
মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের গোমতা গ্রামের প্রবাসী রবিউল এর ছেলে আতিকুর রহমান (১৮), সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আতিক ডন’ নামে পরিচিত এবং দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রামের মকবুল হোসেন এর ছেলে হৃদয় (১৮) কে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চান্দিনা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা গোমতা ইসহাকিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অশ্লীল ভাষায় গাল মন্দ করে ভিডিও ধারণ করে আতিক ডন ও তার টিম। বুধবার (১৬ আগস্ট) বিকেলে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। ‘বুঝো নাই ব্যাপারটা’ নামে একটি ফেইজবুক পেইজ থেকে আতিক নামের এক বখাটে ১৯ সেকেন্ডের ওই ভিডিওটি পোস্ট করে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) কর্মরত সাংবাদিকরা ওই সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আসলে কুমিল্লা জেলা প্রশাসক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার ওসি রাজেশ বড়ুয়া জানান, গত দুই দিন চেষ্টার পর রোববার বিকেলেচান্দিনা থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ তাদেরকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্তদের মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়।
মুরাদনগর থানার ওসি মো. আজিজুল বারী জানান, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, ওই বখাটেরা আটক হওয়াতে এলাকাবাসী, স্কুল শিক্ষক ও শিক্ষার্থী রা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
দিলীপ মজুমদার
কুমিল্লা ব্যুরোপ্রধান।
২০ আগষ্ট রাত ১০:৩০