কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (৯ মার্চ)সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে এই ভোট গ্রহন চলছে নগরীর ১০৫ টি ভোট কেন্দ্রে। । ভোট গ্রহন চলবে বিকেল ৪ টা পর্যন্ত। শুধু কেন্দ্র নয়, সারা কুমিল্লাকে নিরাপত্তাবেষ্টনীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে সংঘটিত অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত বিচারকার্জ সাধনের জন্য নগরীর ২৭টি ওয়ার্ডে ৯ জন বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট। সকাল থেকে নগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না । ভোটগ্রহণ শুরু হলেও আগের মত ভোটারদের মধ্যে খুব একটা আগ্রহ পরিলক্ষিত হচ্ছেনা। এদিকে নগরীর ১৯ নং ওয়ার্ডে মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ এবং ১ জনের আহত হবার খবর পাওয়া গেছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, সকাল ১০ টায় কুমিল্লা নগরীর ১৯ নং ওয়ার্ডের মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীকের সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে সকাল আটটায় ভোট প্রদান করেন হাতি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম। ভোট প্রধানের সাথে তিনি গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রকার প্রশ্নের উত্তর দেন। তিনি সাংবাদিকের প্রশ্নের উত্তর বলেন – নির্বাচন যে যতই বলুক যে সুষ্ঠু হচ্ছে বাস্তবে বিভিন্ন চিত্র। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমার এজেন্ডার ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমি কেন্দ্রগুলোতে গেলে ভিজিটিং অফিসার কে বলার পর ওই কেন্দ্রে আমার এজেন্ডরে ঢুকতে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন অলিতে গলিতে বাস প্রতীকের লোকজন ভোটারদের আসতে বাধা প্রদান করছে সবাইকে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ভোটারদের যেন বাসা থেকে ভোটকেন্দ্রে আসতে বাঁধা প্রদান করা না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। অন্যদিকে বাস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহসিন বাহার সুচি সকাল ৯ টা ৩০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার ভোট কেন্দ্রে ভোট প্রদান করেন। তিনি তার বক্তব্য বলেন – ভোট সুষ্ঠু হচ্ছে, জনগণ সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। গণমাধ্যম কর্মীদের আরো প্রশ্নের জবাবে তিনি বলেন – জয়ের ব্যাপারে আমি নিশ্চিত করে এখন কিছু বলবো না। জনগণে বলে দিবে কে বিজয়ী হয়ে জনগণের সেবা করবে আর কে ঘরে ফিরে যাবে। নগরীর কুমিল্লা হাই স্কুল কেন্দ্রে সকাল ৯ টার দিকে দুই পক্ষের মাঝে বাক-বিতণ্ডা হয় পরবর্তীতে সেটা নির্বাচন কর্মকর্তার হস্তক্ষেপে পরিস্থিতির শিথিল হয়। এছাড়াও নগরীর বিভিন্ন কেন্দ্রে ভোটার ছাড়া ঘুরাঘুরি করার লোকজনদের ভোটকেন্দ্রে দেখলেই আইনের আওতায় আনার চেষ্টা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সকাল সাড়ে নটা পর্যন্ত নগরীর নেউড়া সহ তিন সর্বমোট ৯০ টি ভোট পড়েছে বলে তাৎক্ষণিক ভাবে কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার জানালেন।নির্বাচনে মোট চারজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে কুসিকহাজার ২৮২ জন, নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুই জন রয়েছেন। ৬৪০টি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, এক হাজার ২৮০ জন পোলিং এজেন্ট। নয় জন ম্যাজিস্ট্রেট, ও আচরণবিধি প্রতিপালনে ২৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র্যাব ২৭ টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭ মোবাইল টিমে ১৩৩৯ জন এবং নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে রয়েছে ন। এ ছাড়াও দুটি থানার দুটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে।
আহত জহিরুল ও তুহিনকে স্থানীয়দের সহযোগীতায় কুমিল্লা মেডিক্যাল কলেজে নেওয়া হয়েছে।