বিবর্তন রিপোর্ট :
‘উন্নত বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতার গুরুত্ব’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে।
গত ১১ মে শিল্প মন্ত্রনালয়ের অধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এন পিও) এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ ( ১ ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় দিনব্যাপী অনুষ্ঠিত উৎপাদনশীলতা, দক্ষতা ও কার্যকারিতা সহ উৎপাদনশীলতার সুফল বিষয়ক আলোচনা করা হয়। এ সেমিনারে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক নারী ও পুরুষ যুব উদ্যেক্তা।
দেশের দারিদ্র বিমোচনে উৎপাদন বৃদ্ধিসহ উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে যেতে তথ্য-উপাত্ত সমৃদ্ধ আলোচনা মূলক এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক পঙ্কজ বড়ুয়া।
কুমিল্লা জেলা বিসিক কার্যালয়ের সার্বিক সহায়তায় অন্যান্যের মধ্যে বিষয়ভিত্তিক অবহিতকরণ সেমিনারে আলোচনায় অংশ গ্রহন করেন বিসিক কুমিল্লার ডিজিএম মুনতাসির মামুন, সিনিয়র সাংবাদিক আবুল হাসনাত বাবুল, বিবর্তন সম্পাদক, দৈনিক কালবেলা কুমিল্লা ব্যুরোচীফ অধ্যাপক দিলীপ মজুমদার, এনপিও উর্ধতন গবেষণা কর্মকর্তা মুহাম্মদ আরিফুজ্জামান, এন পি ও ‘র পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী এস এম জসীম উদ্দিন সহ সহ বিসিক কুমিল্লা কর্মকর্তা বৃন্দ।