সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হামিদ লতিফ ভূঁইয়া কামাল’র আনারস প্রতীকে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ মে) বিকাল ৪ টায় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা মাঠ থেকে বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর শ্যালক সমাজ সেবক হামিদ লতিফ ভূঁইয়া কামাল আনারস প্রতীকে গণসংযোগ করেন। গণসংযোগটি বরুড়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক সমর্থক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরজ্জামান বাহাদুর, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, আড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বাদল, গালিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন রবিউল আলম, আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিবুল হাসান লিমন, চিতড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া, বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা নাসির উদ্দিন মিহির, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য আব্দুল করিম মিয়াজি, বরুড়া পৌরসভা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান (মিয়া কামরুল), বরুড়া পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বাইজিদ বোস্তামী, বরুড়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রাকিব হাসান রকি, সহ বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও জন সাধারন উপস্থিত ছিলেন।