বরুড়া(কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার বরুড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামাল হোসেন ভুঁইয়ার প্রচার গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় প্রচার গাড়িতে থাকা কর্মীদেরও মারধর করা হয় বলে দাবি চশমা প্রতীকের এই প্রার্থীর।
ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন ভুঁইয়া বলেন,
আজ মঙ্গলবার বিকাল ৫:৩০ মিনিটে উওর খোশবাস ইউনিয়নের খোশবাস বাজারের পশ্চিম পাশে আমার প্রচার গাড়ি(সি.এন.জি) মাইকিং করতে গেলে আমার প্রতিপক্ষ টিয়াপাখি মার্কার কর্মীরা ১৫ টা হোন্ডা ও ২ টি প্রাইভেটকারে প্রায় ৪০ জন আমার প্রচার গাড়িতে হামলা করে। সিএনজিতে থাকা নির্বাচনী পোস্টার, স্টিকার,হারমুনিয়াম,মাইক ও আরো আনুষঙ্গিক মালামাল ভাঙচুর ও ছিড়ে ফেলা হয়।
টিয়াপাখি ব্যতিত অন্য কোন প্রার্থীর প্রচার করা যাবেনা এই ইউনিয়নে। যদি প্রচার করতে আসি তাহলে জানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
হামলার বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ পত্র দিয়েছি সন্ধ্যায়।
এই বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার বলেন, হামলার অভিযোগ পেয়েছি। হামলার শিকার চশমা প্রতীকের প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার জন্য ইতিমধ্যে ওসি’কে জানিয়েছি। আগামীকাল দুইপক্ষ কে ডাকবো।