সোহেল রানা, চান্দিনা।।
মোটরসাইকেলে ঘুরাঘুরির পর প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফেরার পথে সিমেন্টবাহী ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে বন্ধুর প্রাণ।
সোমবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার চান্দিনা পৌরসভার উদালির পাড় রামমোহন সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চান্দিনা পৌরসভার হারং গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জামসেদ (৩৭) ও একই এলাকার শহিদ ড্রাইভারের ছেলে মো. শাহজাল (৩৫)। তারা উভয়ে বন্ধু।
স্থানীয় সূত্রে জানা যায়, জামসেদ কুয়েত প্রবাসী। সে ১৫ দিন আগে দেশে আসেন। আজ তার বন্ধু শাহজালালকে সঙ্গে নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে মাইজখার ইউনিয়নের আলিকা মোড়া গ্রাম থেকে মাছের রেনু পোনা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন।
মোটরসাইকেলটি পৌরসভার উদালির পাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট কম্পানির একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় দুই বন্ধু শাহজালাল ও জামশেদ।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে যায়।
এ বিষয়ে চান্দিনা থানার ওসি সঞ্জুর মোর্শেদ জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।