বিবর্তন রিপোর্ট :
গত ১৮ মে সন্ধ্যা কুমিল্লা সাংস্কৃতিক জোটের বার্ষিক প্রতিনিধি সভা ও ধারাবাহিক নেতৃত্বের পালাবদল অনুষ্ঠান, কান্দিরপাড়স্থ মাধুরী-ননী- জসিম টাওয়ারের ৪র্থ তলার গ্র্যান্ড দেশ প্রিয় কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
পালাবদল পর্ষদএর আহ্বায়ক এডভোকেট শহীদুল হক স্বপনের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক সংগঠক জাহিদুর রহমান মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন, বাংলাদেশের সৃজনশীল উদ্যোক্তা ও সমাজ সংগঠক বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, এবং বিএমএ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম।
জোটের সাধারণ সম্পাদক শাহাদাত সরকারের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। বক্তব্য রাখেন, নাট্যজন হাসিম আপ্পু, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অধ্যক্ষ সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, সাংবাদিক আবুল হাসানাত বাবুল, অভিজিত সিন্হা মিঠু, খন্দকার হুমায়ুন কবির ও নারী নেত্রী রাশেদা আক্তার। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা কলেজ থিয়েটারের সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ারুল হক, কুমিল্লা সাংস্কৃতিক উৎসবের প্রতিষ্ঠাতা মনজুরুল আজিম পলাশ, বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, তরুন উদ্যোক্তা আরিফ জামান, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর উপ ব্যবস্থাপক (জনসংযোগ) বেলায়েত হোসেন কনক, বিশিষ্ট আইনজীবী এড. সাইফুল ইসলাম, কুমিল্লা প্রাইভেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট এর অধ্যক্ষ মো. জাকের হোসেন ও বিশিষ্ট সংস্কৃতিজন মো. আব্দুস সাত্তার । প্রতিনিধি সভায় অংশগ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক তপন সেন গুপ্ত, খায়রুল আজিম শিমুল, সাদিক মামুন, মাসুদ মজুমদার, এড. নাজনীন কাজল, এড. দিলীপ কুমার চন্দ প্রমুখ।
সাংস্কৃতিক পরিবেশনার অন্যতম উপসর্গ ছিলো, আলী আকাব্বরএর বাঁশিবাদন, বাউল বজলুর রহমান বাবুলের বাউল সংগীত এবং রশিক কবি আব্দুল কাইয়ুম এর কবিতা পাঠ ।
প্রতিনিধি সভার সিদ্ধান্তের আলোকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসনাত আজাদ কে সভাপতি, খেলাঘর সংগঠক খোকন চন্দ কে সাধারণ সম্পাদক এবং নাট্যকর্মী আশিকুর রহমান শিশির কে সাংগঠনিক সম্পাদক করে ১৪৩১ বঙ্গাব্দের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কুমিল্লা সাংস্কৃতিক জোটের ৩৫ সদস্যের পুর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সভাপতি মন্ডলীর সদস্য-অধ্যক্ষ জাকের হোসেন, এড. নাজনীন কাজল, বেলায়েত হোসেন কনক, সালাউদ্দিন লাভলু, জাহিদুর রহমান মামুন, সাধারণ সম্পাদক-কমল চন্দ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক- পপি সূত্রধর, মিথিলা মজুমদার, সাংগঠনিক সম্পাদক-আশিকুর রহমান শিশির, সহ সাংগঠনিক সম্পাদক-এনামুল হক, , অর্থ সম্পাদক-আফরোজা সুলতানা মিলি, প্রচার সম্পাদক-মইনুদ্দীন খান মাহাদী, প্রকাশনা সম্পাদক, শিপন হোসেন মানব, আপ্যায়ন সম্পাদক-আয়েশা সিদ্দিকা সোমা।
নির্বাহী সদস্য-সর্বজনাব জমির উদ্দিন খান জম্পি, জসিম উদ্দিন আহমেদ, দীপা সিনহা, আব্দুস সাত্তার, এড. সাইফুল ইসলাম, আরিফ জামান, অনামিকা দেব, সাহেদুল হক তপু, রতন আচার্য্য, সারোয়ার নাঈম, ইসতিয়াক আহমেদ পল্লব, সুশিল আচার্য্য, আজাদ সরকার লিটন, পূর্ণিমা নাহা, নুর উদ্দিন সাগর।
সভায় বিদায়ী কামিটির সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে জোটের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন। নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।