কবির হোসেন, তিতাস।।
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী গনিত শিক্ষক মোঃ আতিকুর রহমান আতিককে কে মারধরের ঘটনায় অত্র বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সোলেমানকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত রবিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের ক্লাস রুমে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৬ মে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়, সোলেমানের কাকা ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ নম্বর হওয়াতে ছাত্র সোলেমান ক্লাস চলাকালীন সময় ওমুককে তমুককে মারধর করবে বলে জোরে জোরে কথা বলা শুরু করে পরে ক্লাসের শিক্ষক আতিকুর রহমান আতিক তাকে থামতে বলে সে আরো জোরে জোরে কথা বলা শুরু করে এক পর্যায়ে শিক্ষক তার কাকা নবনির্বাচিত অভিভাবক সদস্য জসিম উদ্দিনকে ফোন দেওয়ার চেষ্টা করলে ছাত্র চওড়া হয়ে শিক্ষককে মারধর শুরু করে। তখন ক্লাসে শিক্ষার্থীরা তাকে আটক করে আটকে রাখে। পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে তিতাস থানায় নিয়ে আসে।
শিক্ষক আতিকুর রহমান বলেন, ‘তার জোর গলার আওয়াজ শুনে আমি বলি এসব বাহিরের ঘটনা তুমি ক্লাসে এসব কথা বন্ধ করো, তখন সে আমার সাথে আরো উত্তেজিত হয়ে যায়। পরে তার কাকাকে ফোন দেওয়ার চেষ্টা করলে সে আমাকে মারধর শুরু করে এবং আমার ঘার ধরে টেবিলে আঘাত করে এবং টেবিলের নিচে আমার মাথা নিয়ে নেয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি’।
এ বিষয়ে অভিযুক্ত সোলেমান বলেন, ‘স্যার আমাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার কথা বল্লে আমি বের না হওয়ায় আমাকে ধাক্কা মারে তখন আমি স্যারের গায়ে হাত তুলি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কান্তি দাস বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসি পরে ছেলেটিকে এলাকাবাসী থানা থেকে নিয়ে যায়।
এদিকে স্কুল থেকে এ ছাত্রকে টিসি দিয়ে দেয়া হয় বলে জানা যায়।