তিতাস(কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলায় নানার বাড়িতে এসে নির্মাণাধীন সেফটি টাংকিতে পরে সাড় তিন বছরের শিশু কায়েছ এর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে আজ (২২ মে) বুধবার দুপুরে তিতাস উপজেলার একলারামপুর গ্রামে জাকির হোসেনের বাড়িতে।
নিহত শিশু কায়েছ একই উপজেলার সাতানী ইউনিয়নের কালাইরকান্দি গ্রামের সৌদি প্রবাসী কাউছার আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায় আজ দুপুরে জাকির হোসেনের নাতি কায়েস খেলা করতে করতে সবার চোখ ফাকি দিয়ে বাড়ির দক্ষিন পাশে তারই নানার নির্মাণধীন সেফটি টাংকিতে পরে মারা গেছে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক মো.আল আমিন বলেন, হাসপালে আনার আগেই শিশুটি মারা গেছে। পরে তার পরিবারের লোকজন শিশুটি নিয়ে গেছে।