সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হামিদ লতিফ ভুঁইয়া কামাল এর নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের পাঁচথুবি বালুর মাঠে এই মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই গ্রামের কৃতিসন্তান
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির সদস্য ইকবাল মাহমুদ সহ
বিশিষ্টজনরা উপস্থিত থেকে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রার্থী হামিদ লতিফ ভুঁইয়া কামালের পক্ষে যারা কাজ করে বিজয় এনে দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বিকালের প্রখর রোদ উপেক্ষা করে লক্ষীপুরের পাঁচথুবি গ্রামের আওয়ামী নেতা ইকবাল মাহমুদ এর বাড়ি প্রাঙ্গণে বিকাল ৪ টায় এ মতবিনিময় সভার আয়োজন করেন স্থানীয় আওয়ামীলীগ নেতারা।
লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ইকবাল মাহমুদ।পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবদুর রফিক (বিএম), কুমিল্লা দঃ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোঃ বিল্লাল হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লা সহ প্রমুখ।
এদিন সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্ল্যাহ, সাবেক সভাপতি মোঃ ইব্রাহিম,লক্ষীপুর ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ সকল অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ইকবাল মাহমুদ তার বক্তব্যে বলেন, এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ। বিশেষ ভাবে ধন্যবাদ লক্ষীপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে।যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভার মূল ভূমিকা পালন করেছে।
তিনি বক্তব্যে আরো বলেন, এই ইউনিয়নের সকল আওয়ামী, ছাত্রলীগ,যুবলীগ সহ সকলের সাথে আমি মৃত্যুর আগ পর্যন্ত সকল কাজে পাশে থাকবো। সবাই জয়বাংলা কে বুকে ধারন করে সামনের দিকে এগিয়ে যান।