তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
সিঁধ কেটে বসত গৃহে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগর টাকা চুরিসহ ভিকটিম গৃহকর্তী শিউলি আক্তার (৩৫) কে ধারালো ছুরিকাঘাত করে খুন করার অপরাধে মোঃ আরাফাত হোসেন দিদার (২৮) কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছাঃ ফরিদা ইয়াসমিন এ রায় দেন। দণ্ড প্রাপ্ত আসামি মোঃ আরাফাত হোসেন দিদার হলেন কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের আবুল হাসেম এর ছেলে।
মামলার বিবরণে জানাযায়- ২০১৪ সালের ১৭ জুন রাত ২টায় আসামি মোঃ আরাফাত হোসেন দিদার (২৮) কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামে ভিকটিমের বসত ঘরে সিঁধ কেটে প্রবেশ করে।
ঘরের মালামাল চুরি করার সময় ঘুম ভেঙে গেলে চুরি করা অবস্থায় ভিকটিম চোরকে দেখে পেলায় চোর ধারালো ছুরিকাঘাত ক’রে ভিকটিমকে জখম করে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিকটিমের অবস্থা আশংকাজনক দেখে স্বজনরা তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসার জন্য নিয়ে গেলে পরের দিন সকালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম শিউলি আক্তার মারা যান।
এ ব্যাপারে পরদিন নিহতের বড়ভাই কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার হাতিমারা গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে মোঃ জামাল হোসেন (৩৮) বাদী হয়ে একই গ্রামের আবুল হাসেম এর ছেলে মোঃ আরাফাত হোসেন দিদার (২৮) কে একমাত্র আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে তদন্তকারী কর্মকর্তা আসামিকে ধরে আদালতে সোপর্দ করে।
পরে তদন্তকারী কর্মকর্তা এসআই সনজিত চন্দ্র নাথ, পায়েল হোসেন, হাবিব সরদার ও মোঃ বেলাল হোসেন ঘটনার মূল রহস্য উদঘাটন করলে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০১৫ সালের ২৬ মার্চ বিজ্ঞ আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি বিচারে আসলে ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারী আসামি মোঃ আরাফাত হোসেন দিদার এর বিরুদ্ধে অভিযোগ গঠনক্রমে রাষ্ট্র পক্ষে ১৪জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামি মোঃ আরাফাত হোসেন দিদার এর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে খুনের অপরাধে দোষী সাবস্তক্রমে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়।
এ ছাড়া আসামীকে অন্য এক ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ড প্রাপ্ত আসামি মোঃ আরাফাত হোসেন দিদার আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে নিযুক্তীয় বিজ্ঞ কৌশলী এপিপি এডভোকেট মোঃ জাকির হোসেন বলেন, এ রায়ে রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ সন্তুষ্ট। আমরা আশা করছি উচ্চ আদালত এ রায় বহাল রাখবেন।