মাহবুব আলম আরিফ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে রাস্তা পার হতে গিয়ে মাইক্রোবাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসনেয়ারা বেগম (৪০) মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের রানীমুহুরী গ্রামের মনির হোসেনের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানায়, সকাল ১০টার দিকে হোসনেয়ারা বেগম কোম্পানীগঞ্জ বাজারে ঔষধ আনতে যায়। এ সময় কোম্পানীগঞ্জ বাজারের নগরপাড় এলাকায় রাস্তা পার হতে গেলে মাইক্রোবাস এসে তাকে সজোরে ধাক্কা মারে। পরে স্থানীয়রা উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলার দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে এখনো কেউ থানায় কোন অভিযোগ দায়ের করেনি। কেউ লিখিত অভিযোগ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।