বিবর্তন রিপোর্ট।।
কুমিল্লায় মহানগর বি এন পির দুই গ্রুপের অনুসারীদের মধ্যে গুলিছোড়া সহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।কুমিল্লা লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে কয়েকজন একটানাা ৭/৮ রাউন্ড গুলি ছুঁড়তে ছুঁড়তে এক পক্ষ ঈশ্বরপাঠশালা গেইট পযন্ত অস্ত্রের মহড়া দিতে দেখা গেছে। এ সময়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়।
ঘটনার বিবরনে জানা যায়, রবিবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর রামঘাটলা পৌর মার্কেটের সামনে কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এসময় অন্তর নামে এক যুবক গুলিবিদ্ধ এবং সবুজ নামে এক ছাত্রদল কর্মীর মাথা ফেটে যায়। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত দুজন আবু গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানিয়েছেন- মহানগর বি এন পির আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহানগর বি এন পির আহবায়ক উদবাতুল বারী আবু এবং সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু র অনুসারীরা এ ঘটনার সাথে জড়িত রয়েছে। তিনি বলেন, ‘গত কিছুদিন পূর্বে আবু গ্রুফের রিয়াজ নামে যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কারাদেশ দেয়। যা ছিল টিপুর অনুসারীদের কাম্য। কিন্তু কেন্দ্রীয় কমিটি আজ রবিবার (২ জুন) তা প্রত্যাহার করে নিয়ে রিয়াজ উদ্দিন কে আবার কমিটিতে বহাল করে। টিপুর অনুসারীরা তা মেনে না নিয়ে ক্ষীপ্ত হয়ে এ সময় রাস্তার পাশে দলবদ্ধ হয়ে আড্ডায় থাকা আবুর অনুসারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে’।
তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় মহানগর ২২ নং ওয়র্ডের ফখরুল ইসলাম তুহিন, সবুজ, স্বপন, অন্তর, যুব দলের অন্তত ৩ নেতা আহত হয়েছেন। তারা এখন বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার আর কোন সূত্রপাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে’।