বিবর্তন ডেক্সঃ
কুমিল্লার চান্দিনায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, তাকে ধর্ষণ চেষ্টা কালে তার স্বামী তানভীরকে পিটিয়ে হত্যা করেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) সুজন দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৪ জুন) দিবাগত মধ্য রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার (৫ জুন) সকালে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূইয়ার ছেলে। সে বাড়েরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহসভাপতি।