সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়ায় পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা কতৃক ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
আজ ৬ই জুন সকাল দশটায় উপজেলা বরুড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার আয়োজনে বরুড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এমং মারমা মং এর সভাপতিত্বে ও বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামুল হকের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নির্ঝর ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদ হাসান, দৈনিক মুক্তির লড়াইয়ের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, বরুড়া বাজার ব্যবসা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, মানবসেবা সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, সাংবাদিক সোহেল খন্দকার, সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক সৌরভ লোধ, সাংবাদিক বিল্লাল হোসেন, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ উদ্দীন, রেমিট্যান্স যোদ্ধা গাজী ওয়াহিদ সহ বরুড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ, বরুড়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। এদিন বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে শত শত শিক্ষার্থীদের ফলজ বৃক্ষ বিতরণ করা হয় এবং পরিবেশ উন্নয়নে অবদান রাখায় বরুড়া উপজেলা প্রেসক্লাব, কেমতলী আলো পাঠাগার, বরুড়া রক্তঋণ সামাজিক সংগঠন, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থা ও গুনী ব্যাক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে।