সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬জুন) সকালে বরুড়া উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন করা হয়।
বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং এর সভাপতিত্বে সাংবাদিক ইকরামুল হকের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নির্ঝর ভৌমিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদ হাসান, দৈনিক মুক্তির লড়াইয়ের সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান জনি, বরুড়া বাজার ব্যবসা কমিটির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ সেলিম জাহাঙ্গীর, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার, জুয়েলারি এসোসিয়েশনের বরুড়া উপজেলা শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,
মানবসেবা সংগঠনের সভাপতি কাজী মুফতি মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক প্রভাষক রিয়াজ উদ্দিন রানা, সাংবাদিক সোহেল খন্দকার, সাংবাদিক সুজন মজুমদার, সাংবাদিক সৌরভ লোধ, সাংবাদিক বিল্লাল হোসেন, রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক শরীফ উদ্দীন, রেমিট্যান্স যোদ্ধা গাজী ওয়াহিদ সহ বরুড়া উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা বৃন্দ, বরুড়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সকলকে পরিবেশের প্রতি সচেতন হওয়াকে প্রাধান্য দিয়েছেন। বক্তারা বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে বৃক্ষ নিধন রোধ করতে হবে। সকলকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে। এবং সেগুলোর সঠিকভাবে পরিচর্যা করতে হবে।বর্তমানে যেভাবে আমরা গাছ কেটে নিধন করছি সেটা অব্যাহত থাকলে বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধি পেতে থাকবে আর এর ক্ষতি থেকে আমরা বাঁচতে পারবো না। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উঞ্চতা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের সবাইকে গাছ কাটা থেকে বিরত থেকে বেশি বেশি গাছ লাগাতে হবে। আমাদের নিজেদের টিকিয়ে রাখার জন্য প্রকৃতিকে টিকিয়ে রাখতে হবে।