সৌরভ লোধঃ
কুমিল্লার বরুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৬ জুন বৃহস্পতিবার বরুড়া আইটি লিমিটেড কার্যালয় এলাহী ম্যানশনে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
যায়যায়দিনের বরুড়া প্রতিনিধি সিনিয়র প্রভাষক মোহাম্মদ মাসুদ মজুমদার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) নু- এমং মারমা-মং ।
যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম বরুড়া শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন এর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াসিন, বরুড়া উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম,স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি ও আগানগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান,বরুড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহ আলম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি বরুড়া- ১ এর ডিজিএম মোঃ জালাল উদ্দিন, বিসিআইসির সাবেক জেনারেল ম্যানেজার মোঃ ফারুকুল ইসলাম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক ভিপি ও বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন , বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়া,বরুড়া থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক দেশ রুপান্তর পত্রিকার বরুড়া প্রতিনিধি সাংবাদিক সুজন মজুমদার, দৈনিক ভোরের ডাক পত্রিকার বরুড়া প্রতিনিধি রোটারিয়ান সাংবাদিক মোঃ ওমর ফারুক ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন আহমেদ,ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,বরুড়া প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক টেলিফোন পত্রিকার সম্পাদক মোঃ আবুল হাসেম, বরুড়া থানা প্রেস ক্লাবের সভাপতি সোহেল খন্দকার, বরুড়া উপজেলা জুয়েলারি সমিতির সভাপতি মোঃ আবুল কালাম, বরুড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, বরুড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক ও মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, কড়িয়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না মজুমদার, বরুড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদা আক্তার, এগারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা আক্তার সাকী, রক্তঋণ প্রবাসী ফোরামের সভাপতি গাজী মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান স্বপন মজুমদার,শিলমুড়ি উত্তর ইউনিয়ন কাজী ও দৈনিক আমার সংবাদ পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি মোঃ মমিন উল্লাহ ভূঁইয়া, বরুড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের বরুড়া প্রতিনিধি এমডি আজিজুর রহমান, বরুড়া উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও রক্তঋণ সামাজিক সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন, দৈনিক কালবেলা পত্রিকার বরুড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সৌরভ লোধ,
বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ মোসলেম উদ্দিন, এগার গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, আড্ডা প্রজন্ম উন্নয়ন সংঘের সভাপতি কবি মোঃ সবুজ হোসেন সহ প্রমুখ।
সভায় বক্তারা যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সম্পাদক মন্ডলীর সভাপতি ও প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী সহ যায়যায়দিন পরিবারের সবার মঙ্গল কামনা এবং যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন।