বিবর্তন রিপোর্ট:
কুমিল্লায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৪ পালন করা হয়।
বৃহস্পতিবার (৬জুন) দিনের প্রথম ভাগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্মৃতিস্তম্ভ থেকে একটি র্যালী শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ” করবো ভূমি পুনরুদ্বার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এ স্লোগানকে সামনে রেখে এবারের বিশ্ব পরিবেশ দিবসটির আয়োজনে র্যালীতে অন্যন্যের মধ্যে অংশগ্রহনে ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি),ফাহমিদা মোস্তাফা, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা উপ-পরিচালক মোসাব্বির হোসেন
মোহাম্মদ রাজীবসহ বিভিন্ন পেশাজীবি ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীরা।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক মোসাব্বির হোসেন মোহাম্মদ রাজিব, আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার, এ ডি এম সৈয়দ শামসুল তাবরীজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)মোঃ রায়হান মোর্শেদ, সিনিয়র ক্যামেস্ট, মোঃ জুবায়ের হোসেন। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন ফাহমিদা মুস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।