সৌরভ লোধ
কুমিল্লায় জেলা প্রশাসন ও বিএসটিআই এর সমন্বয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ইপিজেড ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার কসমেটিক দোকানে ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিনক্রিম এর বিষয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (২৬ জুন) নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এর নিউ দুবাই কসমেটিক, গীতাঞ্জলী কসমেটিক এবং তুবা কসমেটিক দোকান সমূহে এই ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিনক্রিম গুলা বিক্রি হয় এমন অভিযোগ এর ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ক্ষতিকারক এই ত্বক ফর্সাকারী স্কিনক্রিম বিক্রির অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তুবা কসমেটিককে ২৫ হাজার এবং নিউ দুবাই কসমেটিক ও গীতাঞ্জলী কসমেটিক প্রত্যেককে দশ হাজার টাকা সহ সর্বমোট ৪৫০০০ টাকা অর্থদন্ড করা হয়।
মোবাইলকোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব শ্রী রতন কুমার দত্ত। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম), জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট)।
উল্লেখ্য এপ্রিল মাসের ৪ তারিখে নগরীর এই দোকান সমূহে একটি সচেতনতামূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধকৃত স্কিন ক্রিম সমূহের তালিকা, ক্ষতির কারণ ও নেতিবাচক প্রভাব সংবলিত লিফটেট বিতরণ করার পাশাপাশি দোকান সমূহে এসম্পর্কিত স্টিকার লাগানো হয়।