বিবর্তন ডেক্সঃ
কুমিল্লা জেলা বরুড়া উপজেলা মৌলভীবাজারে অবস্থিত ফেয়ার হসপিটালটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২৫জুন) বিকালবেলা কুমিল্লা জেলা সিভিল সার্জন পরিদর্শনে আসলে তারা নানা রকম ত্রুটি পাওয়াতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মহিবুস সালাম বলেন, ওটি, ল্যাব ও বর্জব্যবস্থাপনা সমস্যা থাকার কারনে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বরুড়া পৌর সদরের এই হাসপাতালটিতে দীর্ঘদিন পরিচালনা পরিষদ নেই। মালিকদের মধ্যে একাধিক মামলা, অতীতে ডাক্তার লাঞ্চনা, ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হসপিটাল ভাংচুরসহ বেশকিছু অনিয়মের অভিযোগ রয়েছে বরুড়া ফেয়ার হাসপাতালে। ফেয়ার হসপিটালে বিভিন্ন অনিয়মের কারণে দীর্ঘদিন যাবত মালিকদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছে। ফেয়ার হসপিটাল নিয়ে একাধিক মামলা চলমান।
উল্লেখ্য, এই বছরের জানুয়ারি মাসে শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে নানা অনিয়মের অভিযোগে তথা বিভিন্ন বিষয়ে অব্যবস্থাপনার কারণে বরুড়ার ফেয়ার হাসপাতালটিকে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং যে সকল বিষয়ে ব্যত্যয় হয়েছে সেটি ঠিক করার জন্য এক মাসের সময় বেঁধে দেওয়া হয়। ঐদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা।
ঐ সময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন উদ্দিন, বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলাম সোহেল এবং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।