বিবর্তন ডেক্সঃ
কুমিল্লার মেঘনা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক জন্মের পর মায়ের পেটে গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী গৃহবধূ লিজা আক্তারের স্বামী মো. আলমগীর হোসেন গত মঙ্গলবার মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা রহমানের কাছে ঐ হাসপাতাল এবং চিকিৎসকের বিরুদ্ধে এই অভিযোগ করেন।
মো. আলমগীর হোসেন ও লিজা আক্তার দম্পতির বাড়ি উপজেলার মানিকারচর গ্রামে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ১০ অক্টোবর মানিকারচরের নিউ আল-শেফা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা নারী লিজা আক্তারের অস্ত্রোপচারের মাধ্যমে ছেলের জন্ম হয়। অস্ত্রোপচার শেষে ভুলে লিজার পেটে গজ-ব্যান্ডেজ রেখেই সেলাই করা হয়। অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তাঁর পেট ফুলে যায়। স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক দেখানোর পর গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলেন। কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ লিখে ছাড়পত্র দিয়ে রোগীকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি যাওয়ার কিছুদিন পর তাঁর আবার পেটে ব্যথা শুরু হয়