সৌরভ লোধ ||
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অধিকাংশই আত্মগোপনে চলে গেছেন। এমন পরিস্থিতিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হচ্ছিল। পরে বিকল্প ব্যবস্থা করে সরকার।
কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান কে অপসারণ করার আদেশ দেন স্থানীয় সরকার বিভাগ।
গত রবিবার (১৮ আগস্ট) ও সোমবার (১৯ আগস্ট) এ বিষয়ে পৃথক আদেশ জারি করা হয়।
সরকারি এই আদেশের ফলে স্ব স্ব পদ হারিয়েছেন, বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদ লতিফ ভুঁইয়া কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা বেগম। তারা শপথ গ্রহনের ৩ মাস ও টিকে থাকতে পারলো না তাদের নির্বাচনী উপজেলায়।
দেশের ৪৯৪ উপজেলার সব ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি হয়।এর মধ্যে সারাদেশের ন্যায় বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস ও মহিলা ভাইস চেয়ারম্যান এর পদ উল্লেখ ছিলো।
প্রসঙ্গত, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে (২১ মে) বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর (১২ জুন) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর (১৯ জুন) চেয়ারম্যানরা তাদের দায়িত্বভার গ্রহণ করে পরিষদের প্রথম সভা করে।